মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেড ( বি.আর. ডি.বি) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৮ মার্চ বৃহস্পতিবার রাজশাহী মোহনপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেড ( বি.আর. ডি.বি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন সানোয়ার হোসেন সরকার প্রতীক চেয়ার ও আমজাদ হোসেন সরকার প্রতীক ছাতা উক্ত নির্বাচনে উভয় প্রার্থী ৩১ ভোট পেয়ে ফলাফল ড্র (সমান) হয়।
মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে লটারী মাধ্যমে আমজাদ হোসেন সরকার চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাডিং অফিসারে দায়িত্ব পালন করেন পল্লী ভবণের প্রজেষ্ট কর্মকর্তা মোসাদ্দেক আলম, সহকারী প্রিজাডিং অফিসার দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার আফজাল হোসেন, নির্বাচন সদস্যদেও দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা মহসিন আলী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০