নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুলাল মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ী জেলার মোহনপুর থানার হরিহরপুর গ্রামের মৃতঃ ইব্রাহীমের ছেলে। ১১ আগষ্ট রাত সোয়া ১২টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল মোড়ে র্যাবের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ৪/৫ টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি, গুলির খোসা ও ৫০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন রাত আনুমানিক সোয়া ১২টার দিকে মোহনপুর থানাধীন মোহনপুর হইতে পাকুড়িয়া-ধুরইল গামী পাঁকা রাস্তার ধুরইল মোড়ে উপস্থিত হলে রাস্তার কালভার্ট হতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায়। টহল দল তাদের দিকে এগিয়ে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের র্যাবের সদস্য বলে পরিচয় এবং আত্মসমর্পনের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত
গুলি বর্ষণ শুরু করে। তখন র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং দলের অপর ৪/৫ জন সদস্য পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রæত রাজশাহী জেলার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ বলে ঘোষণা করে। এ ঘটনায় র্যাবের আহত ২ সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাস্থল হতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি যার পিছনে কেএফ
এবং ৭.৬৫ মিঃ মিঃ লেখা, ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি পিস্তলের গুলির খালি খোসা যার পিছনে কেএফ এবং ৭.৬৫ মিঃ মিঃ লেখা, ১ টি টর্চ লাইট, ৫ পিচ স্যান্ডেল, গামছা ও ১ টি সীমকার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৪/৫টি মাদকের মামলা রয়েছে। সে রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০