মোহনপুর প্রতিনিধিঃ “ আগে শুনুন: শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মোহনপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ কার্যালয় রাজশাহীর সহযোগিতায়
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্তর হতে মাদকবিরোধী প্রচারণমূলক শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল- হালিম। তিনি তাঁর বক্তব্যে প্রদানে বলেন মাদকদ্রব্যে একটি সামাজিক ব্যাধি।
এ সমস্যা সমাধান করতে পারলেই আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আমাদের সমাজের বড় ও প্রধান সমস্যা। এ সমস্যা সমাধান থেকে মুক্ত হতে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও উল্লখ করেন তিনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান উপধাক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, বানেছা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মির্জা ইমাম উদ্দিন, অফিসার ইনর্চাজ(ওসি) এসএম আবুল কালাম আজাদ, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল,
অধ্যক্ষ শরিফুল ইসলাম, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী, এলটাস বাংলাদেশ মোহনপুর শাখার সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নেসার আহম্মেদ তুহিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে দিবসের কর্মসূচির প্রতিপাদ্য বিষয়ের উপর নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০