মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলার সিসিডিবি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিডিবি হল রুমে ‘হারভেস্ট প্লাস-বাংলাদেশ’ এর সহায়তায় ব্রিধান-৭৪ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিসিডিবি এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ব্রি রাজশাহী ড. হারুন-অর রশিদ,এবিএম আনোয়া উদ্দিন, হারভেষ্টপ্লাস
বাংলাদেশের প্রতিনিধি জাকিউল হাসান,সিসিডিবি শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, এবং অত্র উপজেলার ২৫ জন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রশিক্ষণে চাষীদের সাথে মত বিনিময় করেন এবং সরকারের কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যগুলো ভবিষ্যতেও ধরে রাখার জন্য অনুরোধ করেন। এছাড়াও আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুষ্টি সমৃদ্ধ ধান, শাকসবজি আবাদের উপর অধিকতর মনোযোগ হওয়ার পরামর্শ প্রদান করেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০