নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে ‘কিশোরী-কিশোরীদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের নিয়ে একটি ফোরাম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আত্রাই গ্রামে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এ ফোরাম গঠন করা হয়। উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং ‘ইউনিসেফ’ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ সভা। সভায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আশরাফুল হক,
প্রোগ্রাম অফিসার মো. হুমায়ুন কবির ও সাম্মি আক্তার সুমি কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন। এর আগে একই প্রকল্পের আওতায় গত বুধবার (২২ জানুয়ারি) উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামে ১টি ফোরাম গঠন করা হয়। এছাড়া গত ১৯ জানুয়ারি (রবিবার) থেকে ২১ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ও বিনোদপুর ইউনিয়নের ৪টি গ্রামের ১৮০ জন কিশোর-কিশোরী নিয়ে ৬টি ফোরাম গঠন করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০