নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী আখি আক্তার কে হত্যার ঘটনায় তার স্বামী হত্যাকারী মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মনির ইসলাম বাগমারা উপজেলা খাজা পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ দুপুর ২ টার দিকে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউনিয়নের মুল্লাডাঙ্গি গ্রামের আয়নাল হকের বসতবাড়ি হতে গৃহবধু আখি আক্তার(২০), পিতা-আয়নাল হক, সাং-জাহানাবাদ, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীর মৃতদেহ উদ্ধার হয়। এ বিষয়ে মৃত আখি আক্তারের পিতা আয়নাল হক বাদী হয়ে জামাই মনিরুল
ইসলামের বিরুদ্ধে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৩ বছর আগে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের সাথে আখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল ইসলাম যৌতুকের দাবীতে আখি আক্তারকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত মনিরুল ইসলাম গত দিবাগত রাতে শ্বশুর বাড়িতে গিয়ে আখি আক্তারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শয়ন কক্ষে শিকল লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে রাজশাহীর পুলিশ মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে আজ দুপুর ২ টার দিকে মোহনপুর থানার একটি টিম বাগমারা থানা এলাকা হতে মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০