মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলা মহব্বতপুর খানপুর ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ বিরুদ্ধে প্রবেশ পত্র না দেওয়া অভিযোগ উঠেছে। প্রবেশপত্র না পেয়ে এবারের ডিগ্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি শামিমুল ইসলাম নামে এক শিক্ষার্থী ।
এ বিষয়ে ডিগ্রী পরীক্ষার্থী উপজেলার মহব্বতপুর গ্রামের দরিদ্র কৃষক নিজাম উদ্দিন ছেলে শামিমুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে শামিমুল ইসলাম চলতি বছরে মহব্বতপুর খানপুর ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার রেজিষ্ট্রেশন নং-১৩১০১১০১১১৬ হিসাবে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত ডিগ্রী পরীক্ষায় অংশ নেওয়া কথা ছিল । গত ২৭ নভেম্বর প্রবেশ পত্র উত্তোলনের জন্য অফিস কক্ষে গিয়ে প্রবেশ পত্র চাইলে অধ্যক্ষ রেজাউল করিম শেখ শামিমুল ইসলাম কাছে প্রবেশ পত্র দেওয়া জন্য অর্থ দাবী করেন। উক্ত অর্থ দিতে ব্যর্থ হইলে প্রবেশপত্র না দিয়ে অকর্থ্য ভাষায় গালমন্দ ও গরিব মানুষের ছেলে মেয়েদের পড়ালেখা করার প্রয়োজন নেই বলেই তাঁর কক্ষ হতে বের করে দেয়।
শামিমুল ইসলাম আরো জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওই কলেজ এ ভর্তির সময় ফরম পূরণসহ যাবতীয় দায়-দায়িত্ব কলেজ কৃর্তপক্ষ বহনের কথা থাকলেও অধ্যক্ষ প্রতিশ্রুতি রাখেননি।
এ বিষয়ে অধ্যক্ষ রেজাউল করিম শেখ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শামিমুল ইসলাম নামের কোন শিক্ষার্থী তাঁর কাছে প্রবেশ পত্র উত্তোলনের জন্য যায়নি।
মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার -উল-হালিম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০