নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাদেক আলী নামের একব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি উপজেলার ট্যামা গ্রামের কেরামত আলীর ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের ছেলে হাফিজুর জানান, সোমবার সকালে তার বাবা মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। তাদের জমিতে পানি যাওয়ার সময় পাশের টমেটো ক্ষেতে কিছু পানি চলে যায়। এ সময় টমেটো ক্ষেতের মালিক নজরুল তার ক্ষিপ্ত হয়ে মেশিন বন্ধ করে দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া শুরু হলে নজরুল বাঁশ দিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মোহনপুর থানায় অভিযোগ করা হবে বলে হাফিজুর আরো আরো জানায়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০