মোহনপুর প্রতিনিধি: খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বায়লাদেশ সিসিডিবি রাজশাহী মোহনপুর অফিসের আয়োজনে ”IRRI (International rice research institute)”এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ” পানি সাশ্রয়ী ধান উৎপাদন প্রযুক্তি (অডউ)” বিষয়ে ”কৃষক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় সিসিডিবি হলরুমে মোহনপুর, তানোর ও মান্দা উপজেলার ১২ জন করে কৃষক ও স্যালোমেশিনের মালিক এ প্রশিক্ষণে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন ইরি এর প্রতিনিধি ডাঃ আহম্মেদ সালাউদ্দিন।
প্রশিক্ষণ সঞ্চালনার ছিলেন সিসিডিবি কেন্দ্রীয় অফিসের সীড প্রমোশন প্রোগ্রামের সমন্বয়কারী মিঃ সমীরণ বিশ্বাস। মোহনপুর এলাকার এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা, শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, মাঠ সংগঠক রিয়াজুল ইসলাম,জাহিদুল ইসলাম, আবু সাঈদ, হিসাব রক্ষক বিদ্যুত কুমার, সীড কর্মী ভগিরত চন্দ্র তাঁতী ও জনি ইসলাম প্রমূখ। চলতি মৌসুমে ৩টি উপজেলায় মোহনপুর, মান্দা ও তানোর) এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০