মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলা তেঘরমাড়িয়া গ্রামে রবিবার সকালে জমির ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন । আহতরা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও রাজশাহী মেডিকেল হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার তেঘরমাড়িয়া বিলে জ্এেল নং-১৪২, দাগ নং-২৭১ ,২নং বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পে আওতায় গভীর নলকূপের ম্যানেজার/ অপারেটর নিয়োগকে কেন্দ্র করে গ্রামবাসী দু”পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওই উত্তেজনা এড়াতে উপজেলা প্রসাশন গ্রাম পুলিশ মাধ্যমে সেচকার্য পরিচালনা নির্দেশ দেন।
রবিবার সকালে কৃষকরা জমিতে ধান কাটতে গেলে দুগ্রুপের কৃষকরা জমিতে ধান কাটতে বাধা দেয়। এবং উভয় পক্ষের মধ্যে কথাকাটা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দু’পক্ষের নারীসহ ১৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন বাবুল হোসেন (৪৫) ফরিদা বেগম (৩২) জামাল হোসেন (৩৮) আলমগীর হোসেন (২৬) নায়েব মোল্লা (৫৫) মনসুর রহমান (৫৫) আদরী বেগম(২১) শুকুর আলী(৩০) উপেন্দ্রনাথ(৫০) আনেছ রহমান (৫৫) মহরম আলী (৪০) নিখিল চন্দ্র (৪০) আব্দুন গণি (৩৫) আক্কাস আলী (৫২) আনসার আলী (৪৫) আমির উদ্দিন (৬২) আতিকুর রহমান (৩০) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আলমগীর হোসেন এই গ্রামের কৃষকরা তাদের জমিতে ধান কাটতে বাধার দেয়। অন্যগ্রুপের লোকজন দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে আহত করেছে।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম আবুল কাশেম বলেন খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগের পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর ২৪ঘণ্টা/এমকে
মোখলেসুর রহমান
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০