মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুরুজ্জামান (৫০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী নওগাঁ মহাসডকের একদিলতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান জয়পুরহাট জেলার আলতাফুনেচ্ছা সরকারি কলেজের শিক্ষক আলমপুর ক্ষেতলাল গ্রামের নওশেদ আলী ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে জয়পুরহাট থেকে রাজশাহী শিক্ষা বোর্ড উদ্যেশে আসছিল কলেজ শিক্ষক নুরুজ্জামান মোহনপুর একদিলতলা হাট নিকটে পৌঁছালে
সিএনজি অতিক্রম করার সময় নুরুজ্জামানকে মোটর সাইকেলকে সিএনজি ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে পিছন থেকে মান্দার মন্ডল ব্রীক ইট বোঝায় একটি ট্রাক্ট চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন নুরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাটক ট্রাক্টরটি থানা জব্দ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০