মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা মৌগাছি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ৭ ও ৮ নং ওয়ার্ড এর কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে আইয়েজ বাজার মোড়ে কাউন্সিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড আহবায়ক আব্দুল মজিদ । উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খন্দকার বদিউজ্জামান বদির পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহানগর সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য,পবা-মোহনপুর-৩ আসনের জাপার না লাঙ্গল এর মনোনিত প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলার জাতীয় পার্টির সহ-সভাপতি মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন মিন্টু,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সরদার জুয়েল,প্রচার সম্পাদক আখতার হোসেন, জেলা ছাত্রসমাজ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমম্বয়কারী অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, অধ্যাপক কামরুজ্জামান বাবলু, আব্দুল হক, পৌর জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ডালিম, বাকশিমইল জাপার যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ইন্টু, ঘাসিগ্রাম ইউপি জাপার আহবায়ক ও ইউপি সদস্য বাবুল আক্তার,বকুল হোসেন, আব্দুল মান্নান,জাহানাবাদ ইউনিয়ন জাপার যুগ্ম আহবায়ক মোতলেবুর রহমান,মৌগাছি ইউপির আহবায়ক হাবিবুর রহমান বাবু,যুগ্ম আহবায়ক মুত্তর্জা, আব্দুল গণি,রফিক উদ্দিন, আবুল খয়ের,রেজাউল করিম,ইউপি সদস্য ইয়াসিন আলী, দুলাল মাস্টার। উক্ত কাউন্সিল সর্ব সম্মতিক্রমে ৭ নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন আতাউর রহমান, সাধারন সম্পাদক আক্তার হোসেন ৮ ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন আব্দুল গোফুর সাধারন সম্পাদক রেজাউল করিম,মাহহবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।কাউন্সিল অধিবেশন শেষে নির্বাচনি এলাকায় আইয়েজ বাজারের সর্বস্তরের জনসাধারনের সাথে গনসংযোগ করেন শাহাবুদ্দিন বাচ্চু ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০