নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় করোনাভাইরাস কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সেঞ্চুরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোহনপুর উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছায় ১০০ জনে। এপ্রিল মাসে মোহনপুর
উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর আগস্ট মাসে এসে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছালো ১০০ জনে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৮৮ জনের। আর মৃত্যু হয়েছে ৩০ জনের এবং সুস্থ হয়েছে ১৮৯১ জন। জেলায় ৯টি উপজেলার মধ্যে করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে পবা উপজেলায় ২২৭ জন ও চারঘাট উপজেলায় ১১১ জন ও মোহনপুর উপজেলায় ১০০ জন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০