খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় দিনের শেষ সেশনে লঙ্কানদের অলআউট করতে মরিয়া স্বাগতিক শিবির।
আট উইকেট হারালেও প্রথম ইনিংসে ১১২ রানের লিডের সুবাদে স্বস্তিতে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা অবধি তাদের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪ ওভার শেষে ৬ উইকেটে ১৭৩। লিড ২৮৫। রোশেন সিলভা ৪৩ ও দিলরুয়ান পেরেরা ৩ রানে ব্যাট করছেন।
সবশেষ ৫৬তম ওভারে পরপর দুই বলে দিলরুয়ান পেরেরা (৭) ও আকিলা ধনাঞ্জয়াকে (০) লিটন দাসের গ্লাভসবন্দি করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন মোস্তাফিজুর রহমান। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হয়ে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন নিরোশান ডিকভেলা (১০)। সিলভা-চান্দিমাল জুটি (৫১) ভেঙে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক দিনেশ চান্দিমাল (৩০)।
ওপেনার দিমুথ করুণারত্নেকে (৩২) ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে এই টেস্টে প্রথম উইকেটের দেখা পান মিরাজ। ৯২ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তার ৮০ রানের মাথায় দানুশকা গুনাথিলাকাকে (১৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান।
প্রথম ব্রেকথ্রু এনে দেন আব্দুর রাজ্জাক। সপ্তম ওভারে ওপেনার কুশল মেন্ডিসকে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। রিভিউ নিয়েও কোনো কাজ হয়নি। দলীয় ১৯ রানে মেন্ডিসকে হারানোর পর ধনাঞ্জয়া-করুণরত্বের জুটি (৩৪) থামিয়েছেন তাইজুল ইসলাম। ক্লিন বোল্ড হন ওয়ানডাউনে নামা ধনাঞ্জয়া ডি সিলভা (২৮)।
এর আগে লঙ্কান বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে এটিই সর্বনিম্ন স্কোর। শেষ ৩ রানের মধ্যে পাঁচ উইকেটের পতন ঘটে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চার উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনও পার করতে পারেনি স্বাগতিক শিবির। ৪৫.৪ ওভারে অলআউট। ৩৮ রানে অপরাজিত থেকে যান মেহেদি হাসান মিরাজ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০