আন্তর্জাতিক ডেস্ক: নিজে তিনখানা বিয়ে করেছেন। সন্তান গোটা পাঁচেক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন বেশ রঙিন। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন তার ধারেকাছেও নয়। এমনকী স্ত্রী’র সঙ্গে থাকেননি নরেন্দ্র মোদী। আর সেটা শুনে নাকি খানিক হকচকিয়েই গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
গত বছর মোদীর মার্কিন সফরের সময় তিনি এটা জেনে অবাক হন যে নরেন্দ্র মোদী একাই আসছেন তাঁর সঙ্গে দেখা করতে। তখন তিনি প্রশ্ন করে জানতে পারেন যে স্ত্রী’র সঙ্গে দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই মোদীর। ট্রাম্প তখন নাকি মজা করে বলেচিলেন, ”আমিই তাহলে কাউকে একতা খুঁজে দিই ওনার জন্য।”
সম্প্রতি ‘পলিটিকো’ নামে এক পত্রিকায় নাম না করে সেই ঘটনার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের কোনও আধিকারিক।
ট্রাম্পের ভূগোল-জ্ঞান সম্পর্কেও নানা তথ্য প্রকাশিত হয়েছে ওই রিপোর্টে। মোদীর সফরের আগেই সেবার ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রটা ভালো করে দেখছিলেন। রিপোর্ট অনুযায়ী, তিনি ভুটানকে বলেছিলেন ‘বাটন’, নেপালকে বলেছিলেন ‘নিপ্ল’। ওই নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা জানিয়েছেন, ট্রাম্পের নাকি এই দুই আলাদা দেশ সম্পর্কে কোনও ধারণাই ছিল না। নেপাল-ভুটানও ভারতেরই অংশ বলেই নাকি জানতেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০