খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি অমিতাভ বচ্চনকেও ছাপিয়ে গেছেন। তিনি অমিতাভ বচ্চনের চেয়ে বড় অভিনেতা।
চোখের পানি ফেলার জন্য তাকে (মোদির) কন্ট্যাক্ট লেন্স পড়তে হয় না।
বুধবার আম্রেলির এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে তিনি নোট বাতিলের সময় মোদির আবেগতাড়িত ভাষণের কথা উল্লেখ করেন। সেই ভাষণে মোদি বলেছিলেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে কালো টাকা ভারতে ফিরিয়ে না আনলে ভারতবাসী যেন তাকে ফাঁসিকাঠে ঝোলায়। সেদিন ভাষণের সময় চোখে পানি চলে এসেছিল তার। আম্রেলির জনসভায় মোদির সেই ভাষণের সমালোচনা করে রাহুল বলেন, তিনি অমিতাভ বচ্চনের থেকেও ভালো অভিনয় করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০