খবর২৪ঘণ্টা ডেস্ক: জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দু’জনে সাংবাদিক সম্মেলন করছেন। সাংবাদিকরা সকলেই ইংরেজিতে প্রশ্ন করছেন ট্রাম্প ও মোদিকে। কিন্তু মোদি চিরাচরিতভাবে হিন্দিতে উত্তর দিচ্ছেন। তবে এক সাংবাদিক ইংরেজিতে মোদিকে একটি প্রশ্ন করলে- হঠাৎ ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে মোদির ইংরেজি নিয়ে রসিকতা করে বসেন। ট্রাম্পের রসিকতা করে বলেন, ‘উনি (ভারতের
প্রধানমন্ত্রী মোদি) ইংরেজি খুবই ভালো বলেন। কিন্তু উনি এখন কথা বলতে চান না।' ট্রাম্পের আকস্মিক রসিকতাকে স্পোর্টিংলিই নেন মোদি। এসময় ট্রাম্পের হাতে সজোরে হাত রেখে হাসিতে ফেটে ওঠেন তারা দু’জনেই। তাদের হাসিতে সংবাদে উপস্থিত সবার মাঝে হাসির রোল পড়ে যায়।
উল্লেখ্য, জি-৭ সম্মেলনে যোগ দিতে আপাতত ফ্রান্সে রয়েছে মোদি ও ট্রাম্প। সামিটের ফাঁকে সেখানেই আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। এতে কাশ্মীর নিয়েও কথা হয়েছে। মোদি স্পষ্টভাবে ট্রাম্পকে জানিয়েছেন, 'ভারত-পাক ইস্যুতে কারও মধ্যস্থতার দরকার নেই'। সূত্র : নিউজ ১৮।
https://www.youtube.com/watch?time_continue=2&v=w4IszIgaAUk
ভিডিও
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০