নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য আজিবর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
মিছিলের পর বুধবার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়ার পর তা প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন বলেন, প্রথমে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে মিটিংয়ে প্রশাসন হামলাকারীকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তা প্রত্যাহার করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০