খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষাগার মে মাসে বন্ধ হচ্ছে বলে রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে।
দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, জনসম্মুখেই পুঙ্গে-রি'র সেই কেন্দ্রটি বন্ধ করা হবে এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের দল ও যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের তা দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে উত্তর কোরিয়া থেকে এখনো এ বিষয়ে জনসমক্ষে কিছু বলা হয়নি।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সময়ে পার্থক্য আধা ঘণ্টা। মিল রাখতে তাতেও পরিবর্তন আনতে রাজি হয়েছে উত্তর কোরিয়া।
এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন কোরীয় পেনিনসুলাকে পরমাণু অস্ত্র মুক্ত করার অঙ্গীকার করেন।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি উত্তর কোরিয়ার নেতার সাথে তিন/চার সপ্তাহ পরই পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনায় বসবেন। সূত্র: বিবিসি
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০