নিজস্ব প্রতিবেদক :
বুধবার দুপুরে শহীদ এ.এইচ.এ কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বক্তব্যে তিনি বলেন, দেশের ১০ ভাগ মানুষের কাছে প্রায় ৮০ শতাংশ সম্পদ আছে। বাকি ২০ ভাগ সম্পদ আছে ৯০ ভাগ মানুষের হাতে। সম্পদের যদি সুষম বন্টন হতো, তাহলে শ্রমিক
ভাইয়েরা ভালো থাকতেন, আমরা সবাই ভালো থাকতাম।
মালিক-শ্রমিক কেউ কারো প্রতিপক্ষ নয় জানিয়ে মেয়র বলেন, অনেক সময় গার্মেন্টস,শিল্প-কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কুচক্রি মহলের ইন্ধনে যে প্রতিষ্ঠানে শ্রমিকেরা কাজ করে সেখানে তারা ভাংচুর চালায়। এসবের পেছনে কারা ইন্ধুন জোগায় সেটা খুঁজে বের করতে হবে।
আগামীতে শ্রমিকদের যথাযথভাবে কাজে লাগানো ও সুন্দর কর্মপরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে ইতোমধ্যে তিনটি শিল্প অঞ্চল অনুমোদন দিয়েছে সরকার। এসবে প্রকৃত উদ্যোক্তাদের জায়গা বরাদ্দ দেয়া হবে। আমরা সবাইকে মিলে একসাথে রাজশাহীতে গড়বো।
রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। শ্রমিক পক্ষের প্রতিনিধির বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নান ও মালিক পক্ষের প্রতিনিধির বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্টাস্ট্রি এর পরিচালক সাদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর শ্রমিক
লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খাঁন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা-পরিদর্শক মাহফুজুর রহমান ভূইয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় শ্রমি দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন অগ্রণী স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রোকন মাসুম।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০