খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মে দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে র্যালি বের করবে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ার হোসাইন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করার জন্য পুলিশের অনুমতি পাইনি। তাই নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করার সিদ্ধান্ত নিয়েছি। সকল সাড়ে ১০টায় এ র্যালি শুরু হবে। শান্তিনগর ফ্লাইওভারে গিয়ে শেষ হবে।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। র্যালির ক্ষেত্রেও পুলিশি অনুমতির ব্যাপার আছে কি না জানতে চাইলে শ্রমিক দল সভাপতি বলেন, মে দিবসে এ ধরনের কর্মসূচি করতে পুলিশের অনুমতি লাগে না।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০