নিজস্ব প্রতিবেদক :
মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ সংরক্ষণের দায়ে রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার ১০টি ফার্মেসীকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লক্ষীপুরে অবস্থিত বিভিন্ন ফার্মেসী র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চালিয়ে ফার্মেসীগুলোকে মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ বিক্রির দায়ে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযাম উদ্দিন আহমেদ। লক্ষীপুর মোড়ের ওল্ড ফার্মেসীকে ৫ লাখ টাকা, সোসো এন্টার প্রাইজকে ৩০
হাজার টাকা, জামান ফার্মেসীকে ৫০ হাজার) টাকা, রয়েল ফার্মেসীকে ২০ টাকা, দৃষ্টি ফার্মেসীকে ১০ হাজার টাকা, রুনা ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ট্রপিক্যাল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, আল নুর ফার্মেসীকে ৫০ হাজার টাকা ,মাদার ল্যান্ড হসপিটালকে ৩০ টাকা, ওমি এন্টার প্রাইজকে ১০ দশ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফা বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর লক্ষীপুরে অবস্থিত বিভিন্ন
ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় ১০ টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ, সরকারী ওষুধ সংরক্ষণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযাম উদ্দিন আহমেদ ১০ টি ফার্মেসীকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সিপিএসসি কোম্পানী অধিনায়ক এ.টি.এম মাইনুল ইসলাম।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০