খবর২৪ঘণ্টা ডেস্ক: দুদেশের মধ্যে আলোচনা আবার শুরু করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে এমনই আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আরও স্পষ্ট করে বলতে গেলে ইমরান খান ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তানের শাহ মহম্মদ কুরেশির বৈঠক চেয়েছেন। এমাসের শেষের দিকে নিউ ইয়র্কে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি। ইমরান খানের সঙ্গে কথা হওয়ার সময় দুদেশের মধ্যে অর্থবহ এবং গঠনমূলক যোগাযোগের কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। নির্বাচনে জেতার পর ইমরান খান বলেছিলেন, ভারত যদি দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে এক ধাপ এগোয়, তাহলে পাকিস্তান দু ধাপ এগোবে। এপরেই আনুষ্ঠানিকভাবে প্রথম আলোচনার প্রস্তাব এল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে। গত কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন উঠছিল রাষ্ট্র সংঘের
বৈঠকে যোগ দিতে গিয়ে সুষমা স্বরাজ এবং শাহ মহম্মদ কুরেশির বৈঠক হবে কিনা। সেদিক থেকে বলতে গেলে ইমরান খানের চিঠি দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। সূত্রের খবর অনুযায়ী, ইমরান খান চিঠিতে দুদেশের মধ্যে ২০১৫-র ডিসেম্বরে যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছিল, (কিন্তু পাঠানকোটে জঙ্গি হামলার জেরে বন্ধ হয়ে যায়। ) তাই আবার নতুন করে শুরু করার প্রস্তাব দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, ইমরান খান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর এবং
জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বকেয়া সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধানের ওপর জোর দিয়েছেন। ২০১৫-র ডিসেম্বরে সুষমা স্বরাজ ইসলামাবাদে হার্ট অফ এশিয়া কনফারেন্সে যোগ দিয়েছিলেন। এটাই সরকারি পর্যায়ে ভারতের সঙ্গে পাকিস্তানের শেষ যোগাযোগ ছিল। সেই সময় যুগ্ম ঘোষণায় বলা হয়েছিল, দুদেশের বিদেশ সচিবরা বৈঠকের মাধ্যমে শান্তি-নিরাপত্তা, জম্মু-কাশ্মীর, সিয়াচেন, স্যার ক্রিক-সহ বিভিন্ন সমস্যার সমাধানে কথা চালাবেন। পাকিস্তান জানিয়েছে শিখ ধর্মাবলম্বীদের কার্তারপুর সাহিব গুরুদুয়ারায় যাওয়ার অনুমতি দেবে। কিন্তু এবিষয়ে সরকারি পর্যায়ে কোনও প্রস্তাব এখনও আাসেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে, কেরলের বন্যায় সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন।
/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০