খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লা লিগার ষোলো নম্বর রাউন্ডে মুখোমুখি হয়ে ২-২ গোলে ম্যাচ ড্র করল স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা৷ অসুস্থতার জন্য এ ম্যাচে অনিশ্চিত ছিলেন মেসি৷ তাই এই মরশুমের লা লিগায় প্রথম হারের মুখে পড়ার ভয় ছিল বার্সার৷
সেভিয়ার মাঠে খেলতে নেমে শুরুতেই দু’টি সুযোগ নষ্ট করেন বার্সার স্ট্রাইকার সুয়ারেজ৷খেলার তিন মিনিটে কৌতিনহোর বাড়িয়ে দেওয়া বল গোলপোষ্ট লক্ষ্য করে শট নিলেও গোল আটকে দেন সেভিয়ার গোলকিপার রিকো৷ ছ’মিনিট পরেই আবারও একটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ৷
অন্যদিকে ঘরের মাঠে অনবদ্য ফুটবল দিয়েই শুরু করেছিল সেভিয়া ৷ ম্যাচের প্রথমার্ধে বার্সাকে ছাপিয়ে ১-০ এগিয়ে যায় দলটি৷ সেভিয়ার হয়ে প্রথম গোলটি করেন ফ্রাঙ্কো ভাসকেস৷ ৩৬ মিনিটে কোরেয়ার পাশ ডি বক্সে পেয়ে গোল করেন ভাসকেস৷ খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই সেভিয়ার ব্যবধান বাড়ান লুইস মরিয়ান৷ ২-০ গোলে এগিয়ে যায় সেভিয়া৷
ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার দ্বিতীয় গোলটি হওয়ার কিছুক্ষণের মধ্যে মাঠে নামেন লিও মেসি৷ তাঁকে পেয়ে দলের মনোবল কয়েকগুন বেড়ে যায়৷ আক্রমণ ধারালো হয় বার্সার ৷ এরকম অবস্থায়ও ৬০ মিনিটে গোলের দারুন সুযোগ মিস করেন সুয়ারেজ৷ তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল আসে সুয়ারেজের কাছ থেকেই৷ ম্যাচের প্রথম গোলের জন্য অনেকক্ষণ অবধি অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে ৷ ৮৩ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান সুয়ারেজ৷ কর্নার থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান বার্সার এই উরুগুয়ান স্ট্রাইকার৷ এর পরে ডি-বক্সের বাইরে থেকে দ্রুতগতির শটে বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন লিও মেসি৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০