খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লাব আল নাসেরে ২০০৯ সালে যোগ দিয়েছেন স্ট্রাইকার আল সাহলাভি। ২০১০ সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকও হয়। স্পেনের বিপক্ষে গোল দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তারপর দীর্ঘ আট বছরে সৌদি আরবের হয়ে ৪০ ম্যাচে করেছেন ২৮ গোল। তার এমন ঈর্ষণীয় পারফরম্যান্স ছাপিয়ে গেছে মেসি, রোনালদো কিংবা নেইমারকেও।
আল সালভির ঘাড়েই নিশ্বাস ফেলছেন ইরানের স্ট্রাইকার সরদার আজমাউন। রুশ ক্লাব রুবেন কাজানের হয়ে বর্তমানে খেলে যাচ্ছেন তিনি। তারও গোল গড় সালভির সমান। তবে আজমাউনের গোল সংখ্যা সালভির থেকে কম। ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২৩টি।
বিশ্বকাপে অন্তত ২০ গোল করা খেলোয়াড়দের ভেতর সবথেকে বেশি গোল গড় মোহাম্মদ আল সাহলাভির। তার গোল গড় ০.৭০। আজমাউনেরও সালহলাভির সমান। যেখানে নেইমারের গোল গড় ০.৬৫। রোনালদোর ০.৫৪ এবং মেসির ০.৫২।
বিশ্বকাপের ফুটবলারদের ভেতর ২০+ গোল করা ফুটবলারদের গড়ঃ
মোহাম্মাদ আল সালভি (০.৭০)
সারদার আজমাউন (০.৭০)
নেইমার (০.৬৫)
মোহামেদ সালাহ (০.৫৮)
রবার্ট লেভেন্ডোভস্কি (০.৫৮)
ক্রিশ্চিয়ানো রোনালদো (০.৫৪)
লিওনেল মেসি (০.৫২)
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০