খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফুটবলের অন্যতম জনপ্রিয় আসর কোপা আমেরিকা। ঐতিহাসিক এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দুই এশিয়ান দল জাপান ও কাতারকে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় অংশ নেবে মোট ১২ দেশ। দক্ষিণ আমেরিকার দশ দেশের সঙ্গে এই আয়োজনে মাঠে যোগ দিচ্ছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার ও এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানকে।
মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবারের মতো অংশ নেবে কোপা আমেরিকায়। ১৯৯৯ সালে ব্লু সামুরাইরা এই টুর্নামেন্টে যোগ দিয়েছিল।
গেলো আসরের মতো আগামী বছরের কোপায় ১৬ দল নিয়ে আয়োজনের কথা ভাবা হয়েছিল। পর্তুগাল ও স্পেনের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করছিল কনমেবল।
কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, ১৬ নয় ১২ দল নিয়েই হবে এবারের কোপা আমেরিকা।
১৯৯৩ সালের পর প্রথমবার এই আয়োজনে থাকছে না উত্তর আমেরিকার কোনো দল। ২০১৯ সালের কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত।
কোপা আমেরিকার শেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয় চিলি। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে হারায় চিলিয়ানরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০