খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় সপ্তাহ দু'য়েক বাকি। কিন্তু সমর্থকদের মধ্যে জল্পনা-কল্পনার অন্ত নেই। কে জিতবে বিশ্বকাপ, চুলচেরা বিশ্লেষণে রীতিমতো ঘাম ছুঁটছে বিশেষজ্ঞদের। প্রতিবারের মতো এবছরও শুরু হয়ে গিয়েছে ভবিষ্যতদ্রষ্টাদের রমরমাও। কে জিতবে বিশ্বকাপ, একেক রকম ভবিষ্যতবানী দিচ্ছেন এক এক জন জ্যোতিষী। দিন দুয়েক আগেই কয়েকজন সংখ্যাতত্ববিদ অঙ্ক কষে দাবি করছিলেন কাপ জিতবে ব্রাজিলই, হতাশ হতে হয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। এবার কিন্তু ভাল খবর রয়েছে আর্জেন্টিনার।
গ্রিনস্টোন লোবো নামে এক জ্যোতির্বিজ্ঞানীর দাবি, এবছর বিশ্বকাপ জিতবে সেই দেশই যে দেশের অধিনায়কের জন্ম ১৯৮৬ বা ১৯৮৭ সালে। কারণ ওই বছরে জন্মালে গ্রহ নক্ষত্র নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেবে অধিনায়কদের। তাহলে কে জিতবেন বিশ্বকাপ? লোবোর যুক্তি অনুযায়ী ব্রাজিলের কোনও সম্ভাবনা নেই, কারণ ব্রাজিল অধিনায়ক নেইমারের জন্ম ১৯৯২ সালে। সম্ভাবনা নেই ক্রিশিয়ানো রোনাল্ডোরও কারণ তার জন্ম ১৯৮৫ সালে। তাহলে কারা আছেন লড়াইয়ে। কোন কোনও অধিনায়কের সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। লড়াইয়ে রয়েছে অনেকগুলি দেশই। তবে, এদের অধিকাংশেরই দল খাতায় কলমে বিশ্বকাপ জয়ের উপযুক্ত নয়। যে দলগুলি বিশ্বকাপের লড়াইয়ে আছে তাদের মধ্যে চারটি দলের অধিনায়কের জন্ম ১৯৮৬ বা ১৯৮৭ সালে। কোন কোন দেশের অধিনায়ক রয়েছেন তালিকায়?
জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের, ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস, স্পেনের অধিনায়ক সের্জিও ব়্যামোস এবং আর্জেন্টিনার অধিনায়ক মেসি এবছর বিশ্বকাপ জিততে পারেন। কিন্তু এই চার দলের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে?
ওই জ্যোতির্বিজ্ঞানীর যুক্তি, জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের এবং কোচ জোয়কিম লো যেহেতু এর আগে একবার বিশ্বকাপ জিতেছেন তাই, এবছর তাদের সুযোগ কম। গ্রহ নক্ষত্রের বিচারে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল তা জার্মান অধিনায়ক আগের বার পেয়ে গিয়েছেন। তাহলে রইল বাকি তিনটি দল। স্পেনের অধিনায়ক সের্জিও ব়্যামোসও আগে বিশ্বকাপ জিতেছেন, তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি তাই তারও সুযোগ কম। রইল বাকি ২টি দল । ফ্রান্স এবং আর্জেন্টিনা।
লোবোর দাবি, ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটি দলেরই প্রায় সমান সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। তবে, ফ্রান্সের থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। কারণ, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতে নিয়েছেন ইতিমধ্যেই, সে তুলনায় আর্জেন্টিনার জর্জে সাম্পাওলি এখনও বড় কোনও ট্রফি জেতেননি তাই অঙ্কের বিচারে এবার আর্জেন্টিনারই চ্যাম্পিয়ন হওয়া উচিত। এর আগে নাকি একাধিক বার লোবোর ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। ২০১০ সালে স্পেন এবং ২০১৪ সালে জার্মানি চ্যাম্পিয়ন হবে তাও নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রিনস্টোন লোবো। তবে কী গত দুবারের মত এবারেও মিলবে লোবোর ভবিষ্যৎবাণী? আর্জেন্টিনা সমর্থকরা তেমনটাই আশা করবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০