বিশ্বকাপ জয়ের পর এ বছরের জুনেই বাংলাদেশে আসার কথা ছিলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এ সফরের আলোচনা এগিয়েছিলো ভালোই। কিন্তু গত সপ্তাহে বাফুফে থেকে জানানো হয়, স্টেডিয়াম সংকটের কারণে জুনে আর্জেন্টিনা সফর সম্ভব নয়।
তবে বাংলাদেশ সফর বাতিল হলেও আগামী মাসেই এশিয়া ট্যুরে আসছে আর্জেন্টিনা এমনটায় জানায় আর্জেন্টিনার একটি গণমাধ্যম।
দুঃস্বপ্নের মত শুরু হওয়া কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে এনে দিয়েছে ৩৬ বছরের সবচেয়ে সোনালি অর্জন। প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তে ফুটবল দল। রোমাঞ্চিত রয়েছে আলবিসেলেস্তে সমর্থকরা।
আর সমর্থকদের সাথে এ রোমাঞ্চ ভাগাভাগি করতেই আগামী মাসে চীন ও ইন্দনেশিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানায়, মেসিদের সাথে প্রীতি ম্যাচ খেলতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে চীন।
অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজিত হবার কথা ছিল ইন্দোনেশিয়ায়। তবে বিশেষ কারণে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্টটি। তাই বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতেই মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় তারা। অপরদিকে ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের খেলাও শুরু হবে এ বছরেই।
আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০