খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: লিওনেল মেসি কি স্পেন ছেড়ে ইতালির পথে? বিশ্বের ক্লাব ফুটবলে কি সবচেয়ে তাক লাগানো দলবদল আসন্ন? এমন সম্ভাবনার কথা তুলে ধরেছে ইতালির একটি নামী ক্রীড়া সংবাদপত্র। তাদের রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় অখুশি মেসি। বিশেষ করে যেভাবে লা লিগায় হতশ্রী ফুটবল খেলে খেতাব হাতছাড়া করেছে তারা, তাতে মহাতারকা ক্ষুব্ধ।
ম্যানেজার কিকে সেতিয়েনের অধীনে খেলতেও আর পছন্দ করছেন না। এই অবস্থায় রেকর্ড অর্থে তাঁকে কিনে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে ইন্টার মিলান। সংবাদপত্রটি তাদের প্রচ্ছদে ইন্টার মিলানের কোচ কন্তে এবং মেসির ছবি দিয়ে এই খবর ছেপেছে।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তিতে যে ‘বাইআউট ক্লজ’ রয়েছে, তা আকাশছোঁয়া। ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে তাঁকে কিনে নিতে হলে। একটা তুলনা টানলেই বোঝা যাবে, এই অঙ্ক কতটা বিশাল। পিএসজি নেইমারকে কিনেছিল রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে। মেসির জন্য দিতে হবে এর তিনগুণেরও বেশি। তবু ইতালীয় সংবাদপত্রের মতে, ইন্টার মিলান বড় কিছু নিয়ে ভাবছে। রোনালদো আগেই চলে গিয়েছেন। মেসিকে মিলান তুলে নিতে পারলে রোনালদো বনাম মেসি ফুটবলের সেরা দ্বৈরথও স্পেন থেকে ইতালিতে চলে যাবে। নেইমার পিএসজিতে। তাই মেসিকে হারালে স্প্যানিশ ফুটবলের আকর্ষণ বিরাটভাবে ধাক্কা খাবে।
ক্লাব ফুটবলে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে সই করিয়ে বিশ্বের নজর কেড়ে নিয়েছিল জুভেন্টাস। এখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলান জবাব দিতে চায় মেসিকে নিয়ে এসে। যদিও ভুলে গেলে চলবে না, মেসিকে বার্সেলোনা থেকে নিয়ে আসা মোটেও সহজ কাজ নয়। তবে ইতালীয় সংবাদপত্রের দাবি, ইন্টার মিলান ক্লাবের অন্যতম অংশীদার মেসির জন্য যত অর্থই লাগুক, ব্যয় করতে প্রস্তুত।
সংবাদপত্রটির খবরে আরও উল্লেখ করা হয়েছে, মেসির বাবা আগামী মাস থেকেই মিলানে স্থানান্তরিত হচ্ছেন এবং সেখান থেকেই আপাতত ব্যবসা চালাবেন। এই ঘটনাকে ইঙ্গিতবাহী মনে করা হচ্ছে। খুদে মেসিকে যখন বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে নিয়ে গিয়েছিলেন সেখানকার কর্তারা, তাঁর বাবাকে স্পেনে চাকরি দেওয়া হয়েছিল। বলা হচ্ছে, বাবার পরে কি ছেলেও এ বার মিলানমুখী হবেন?
এখনও মেসি এবং বার্সেলোনার বিচ্ছেদ ভাবনাতেও আনা যাচ্ছে না। তবে এটাও ঠিক যে, মেসির চুক্তি সামনের বছরেই শেষ হয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত তার নবায়ন নিয়ে নানা অনিশ্চয়তার খবর ছড়াচ্ছে। প্রথমত, বার্সেলোনার অন্দরমহলে ভালো রকম অশান্তি চলছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। মেসি নিজেও বার্সেলোনার শীর্ষ কর্তাদের সব ব্যাপারে প্রসন্ন নন। ড্রেসিংরুমের খবর ফাঁস হয়ে যাওয়া নিয়ে কর্তাদের বিরুদ্ধে তাঁর উষ্মা রয়েছে বলে খবর বেরিয়েছে। যদিও বার্সেলোনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেসি কোথাও যাচ্ছেন না। আজীবন তাদের ক্লাবেই খেলবেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০