খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: এএস রোমার কাছে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে বার্সেলোনা। মুষড়ে পড়েছে গোটা দলই। কিন্তু এরই মধ্যে লিওনেল মেসিকে অন্যরকম উপদেশ দিলেন দিয়াগো ম্যারাডোনার।
স্বদেশী তারকাকে আর্জেন্টিনীয় কিংবদন্তির পরামর্শ, হারের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে মেসির উচিত এবার বিশ্বকাপে মন দেওয়া। ম্যারাডোনা বলেছেন, ‘বার্সেলোনা হেরে গেছে, এতে ওদের কোনও সমস্যা নেই। এরপরও ওরা লা লিগা এবং কোপা দেল রে জিততে পারে। কিন্তু মেসির আরও বেশি দরকার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ জেতা। আমার মতে, ওর উচিত নিজেকে তৈরি করা, ভাল করে প্রস্তুতি নেওয়া।’
একদিন আগে এই কারণই দেখিয়েছিল আর্জেন্টিনার বিভিন্ন সংবাদপত্র। ম্যারাডোনা এখানেই না থেমে নিজের উদাহরণ দিয়ে বলেছেন, ‘আমিও মেক্সিকো বিশ্বকাপের আগে আলাদা করে প্রোফেসর দেল মন্তের কাছে গিয়ে অনুশীলন করেছিলাম। নাপোলিকে সেই সময় বলেছিলাম, তোমাদের ভালবাসি। অনেক কিছু দিয়েওছি। কিন্তু আমার কাছে জাতীয় দলই আগে।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০