নিজস্ব প্রতিবেদক: মেসভাড়া মওকুফের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিক নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করেন মেসের সাধারণ শিক্ষার্থীরা।
রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক রাজু আহমেদ আপন মানববন্ধনে সভাপতিত্ব করেন । বক্তব্য দেন, পরিষদের যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান শান্ত, মির্জা মাফি কালাম, ফয়সাল আহমেদ, রাকিবুল ইসলাম, সদস্য রবিন খান, মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। তাদের ব্যবহার কখনোই ভাল ছিলনা। তবুও বিনয়ের সাথে মেসভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। অনেক মেসে মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকি দিয়েছে।’
তারা বলেন, ২ লাখ শিক্ষার্থীর জিনিসপত্র, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র মেসে রাখা আছে। কিন্তু মেস মলিকরা সব জিনিসপত্র ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে। বাবার বয়সী অভিভাবকদের কাছে এরকম ব্যবহার অপ্রত্যাশিত বলেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে যৌক্তিক দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও সিটি মেয়রের কাছে তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০