খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বাংলাদেশ-ভারতের ম্যাচের কথা আসলে দলগত পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় থাকবে ব্যক্তিগত পারফরম্যান্সও। তাই নিদাহাস ট্রফির ফাইনালে চোখ থাকবে দুই দেশের টপ পারফর্মারদের উপর।
আলোচনায় আসছে, কে হতে যাচ্ছে নিদাহাস ট্রফির সেরা ব্যাটসম্যান? পরিসংখ্যানে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কুশল পেরেরা। কিন্তু বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্টেই নেই স্বাগতিকরা। তাই ধাওয়ান বনাম মুশফিকই থাকছে আলোচনায়।
ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মে আছেন মুশফিক। টানা দুই ম্যাচে ফিফটি করে ৪ ম্যাচে তুলেছেন ১৯০ রান। মুশফিকের পরের অবস্থানেই আছে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৪ ম্যাচে তার রান আছে ১৮৮।
আজকের ফাইনালে এই দুজনের উপরেও অনেকটা নির্ভর করছে চ্যাম্পিয়ন ভাগ্য।
তবে মুশফিক ধাওয়ান ছাড়াও আজ লড়াই চলবে তামিম ইকবাল ও রোহিত শর্মার মধ্যে। টুর্নামেন্টে তামিমের রান ১৩৯ ও রোহিতের ১১৭ রান। তাই রোহিতের আরো সামনে যেতে চাইবে টাইগার ড্যাশিং ওপেনার।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০