খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সফরে না-ও যেতে পারেন, শুরুতে এমনটা শোনা গিয়েছিল। পরে দেখা যায়, দলের সবাই যেতে রাজি। শুধু মুশফিকুর রহীম ছাড়া। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
মুশফিককে ছাড়াই পাকিস্তান সফরের দুই ধাপ শেষ করে এসেছে বাংলাদেশ দল। প্রথমে খেলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, পরে একটি টেস্ট। দুই ধাপেই মুশফিকের অনুপস্থিতি ভালোই টের পেয়েছে টাইগাররা, একটি ম্যাচও জিতে পারেনি।
এপ্রিলে তৃতীয় ধাপে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। শেষ ধাপে গিয়ে একটি টেস্ট আর একটি টি-টোয়েন্টি খেলবে সফরকারিরা। মুশফিক কি এবারও যাবেন না? সিদ্ধান্তে অটল থাকলে তিনি থাকবেন না, এটাই স্বাভাবিক।
তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার মুশফিককে নেয়ার জন্য চেষ্টা করবে। বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে আলাদা করে বসবে বিসিবি।
বিসিবির ওই কর্তা বলেন, ‘কক্সবাজারে বিসিএলের ম্যাচ শেষ করে আসলে মুশফিকের সঙ্গে বোর্ড সভাপতির বসার সম্ভাবনা রয়েছে। সেখানে এই বিষয়টি নিয়ে কথা হবে (পাকিস্তান সফর)।’
বিসিবি মুশফিককে বোঝাতে চাইবে, দুই ধাপে সফর করে আসা দলের কোনো ধরনের নিরাপত্তা সমস্যায় পড়তে হয়নি। তাই দুশ্চিন্তার কিছু নেই। তৃতীয় ও শেষ ধাপে একটি টেস্ট আর আর একটি ওয়ানডে খেলতে যাতে মুশফিক পাকিস্তান যান, সেই অনুরোধও করবে বিসিবি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০