খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে মোস্তাফিজুর রহমানের নতুন ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ আসরে অংশ নিতে এরই মধ্যে মুম্বাইয়ে পৌঁছে দলে সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি এ পেসার। শুধু তাই নয়, দলের অধিনায়ক রোহিত শর্মা, বুমরাহদের সঙ্গে অনুশীলনও করেছেন এই কাটার মাস্টার।
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুক পেজে খেলোয়াড়দের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর। সেরা তিন তারকা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দিয়েছেন।’
এর আগে মোস্তাফিজের পৌঁছার কথা নিজেদের পেজে ছবি পোস্ট করে জানায় মুম্বাই। ছবির ক্যাপশনের মুম্বাই ইন্ডিয়ান্স লেখে, ‘সে এখানে (মোস্তাফিজ)। ব্যাগ ভর্তি কৌশল নিয়ে মোস্তাফিজুর রহমান পৌঁছেছেন।’
আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় আসরে যদিও খুব বেশি সার্ভিস দিতে পারেননি। নিজের ফর্মও ভালো ছিল না। এ কারণে এবার হায়দরাবাদ মোস্তাফিজকে আর ধরে রাখেনি। ছেড়ে দেয়। আর এ সুযোগে ২ কোটি ২০ লাখ রূপিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই। আগামী ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হবে মাল্টি মিলিয়ন ডলারের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০