খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের অবদান রাখতে ব্যর্থ হলেও খুশি দলটির পেসার মোস্তাফিজ। বড় জয়ের পর এমনটাই জানান এই পেসার।
জয়ের পর মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজ লিখেছেন, শক্তিশালী দলের (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) বিরুদ্ধে আজ বড় জয়। আশা করি, সামনের ম্যাচগুলোতে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।
রোহিত শর্মার ব্যাটের উপর ভর করে কোহলি-ডি ভিলিয়ার্সদের ব্যাঙ্গালুরুকে ৪৬ রানে হারিয়ে মুম্বাই। আগের তিন ম্যাচে বল হাতে দুর্দান্ত মোস্তাফিজ এ ম্যাচেই অনেকটাই বিবর্ণ। বল হাতে ৪ ওভারে দেন ৫৫ রান। যা তার আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ।আগের তিন ম্যাচে উইকেটের দেখা পেলেও এ ম্যাচে ছিলেন উইকেট শূন্য।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০