খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইনিংস হারের শংকা নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর আশা জাগাচ্ছে মুমিনুল হক এবং লিটন দাসের চতুর্থ উইকেট জুটি। দুজনের জুটিতে ইতিমধ্যেই উঠেছে ৭৭ রান। ৭৮ বলে ১ চার ১ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। লিটন ব্যাট করছেন ৩৬ রানে। ৩ উইকেটে ১৫৯ রান তোলা বাংলাদেশ এখনও শ্রীলঙ্কার চেয়ে ৪১ রানে পিছিয়ে।
৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেই ৭১৩/৯ রানের পাহাড় গড়েছে দিনেশ চান্দিমালের দল।
শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তোলে বাংলাদেশ। দিনের শেষ সময়টুকুতেই তিন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল (৪১), ইমরুল কায়েস (১৯) এবং মুশফিকুর রহিম (২)। শুরুটা হয় ইমরুলকে দিয়ে। পেরেরার বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। এরপর তামিম উইকেটের পেছনে খোঁচা মারেন। আর দিনের শেষ বলটিতে হেরাথের বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হন মুশফিক।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০