মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ মাসের শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সোলারচর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার মুজিবুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির গুলিবিদ্ধ হয়ে শিশুসহ পাঁচজন চিকিৎসা নিতে আসার বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্যে আশঙ্কাজনক জয় মস্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকরা।
এদিকে, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।
আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ থেকে সোলারচর গ্রামে যাচ্ছিলেন মজিবুর মেম্বার সর্মথক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জুয়েল (১৯) ও সালাউদ্দিন (৩০)। পথিমধ্যে সুরুজ মেম্বার গ্রুপের আহাদুল, মনা ও কালামসহ ৩/৪ জন মিলে জয় ও জহিরুলকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় জয় ও জহিরুল দৌড়ে পালাতে গেলে গুলি ছোড়ে সুরুজ মেম্বার পক্ষের লোকজন। এতে গুলিবিদ্ধ হন জয়, জহিরুল, জুয়েল, সালাউদ্দিন। এ সময় পথচারী ৭ মাসের শিশু তাবাসুমও গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশই অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০