শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার আয়োজনে ১৭ মার্চ মঙ্গলবার বিকেলে পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির সকাল বাজারের অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা শেখ মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু।
সংগঠনের শহর শাখার সভাপতি আব্দুল জলিল সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লিলি, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি যুগল পাশা পলাশ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কিশোর মুন্সি, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, শেখ মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর শাখার সাধারণ সম্পাদক শামসুল আবেদিন রনি, শেখ মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা মির্জাপুর শাখার সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের আত্মার শান্তি কামনায় দোয়া ও জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০