খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁটের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর না করতে পারলেও আগামী ১৭ মার্চ ঢাকায় মুজিব বর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিওতে যুক্ত হবেন তিনি।
বুধবার নয়া দিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলকে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতের পররাষ্ট্র সচিব জানান, ১৭ মার্চ মুজিব বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিও বার্তাও দেবেন।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ব্যাপক জমকালোভাবে করার প্রস্তুতি নিচ্ছিল সরকার। ওই অনুষ্ঠানের জন্য বিশ্বের বিভিন্ন নেতা ও বিশিষ্টজনদের আমন্ত্রণ করেছিল সরকার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও কয়েকজন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর জনস্বার্থে ও জনকল্যাণের কথা বিবেচনা করে জনসমাগমমূলক অনুষ্ঠান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরইমধ্যে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করার তথ্য নয়া দিল্লিকে এক চিঠিতে জানিয়েছে ঢাকা। তবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি শান্ত হলে মুজিব বর্ষের অনুষ্ঠান জমকালোভাবেই পালন করবে ঢাকা। তখন ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসবেন।
মুজিব বর্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স দেবে ভারত
বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও ১০০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
শ্রিংলা বলেন, ‘এটি আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। তিনি পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০