পাবনা ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার
বিকেলে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ ম্যাচের
উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি ¯িপকার অ্যাডভোকেট ফজলে রাব্বী
মিয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সংসদ
সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা
ইয়াসমিন জলি।
এ সময় অন্যান্যের মাঝে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’র
সভাপতি ইমরুল কায়েস, সাধারন সম্পাদক তানজিনা খানসহ স্থানীয় আওয়ামীলীগ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন এবং অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশন যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে।
কলকাতার বøাইন্ড ফুটবল ক্লাবের সদস্যরা বাংলাদেশ ও ভারত দু’টি টিমে ভাগ হয়ে এ প্রীতি ম্যাচে অংশ গ্রহন করে। প্রায় ৪০ মিনিটের এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ ম্যাচের মাধ্যমে দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা খেলাধুলায় আরো উজ্জীবিত ও উৎসাহিত হবে বলে মনে করেন আয়োজকরা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০