খবর২৪ঘণ্টা ডেস্ক :
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু হয়েছে মেক্সিকোর। আজকের ম্যাচে জয় পেলেই গ্রুপ ‘এফ’র শীর্ষে পৌঁছে যাবে উত্তর আমেরিকার দলটি।
অন্যদিকে সুইডেনের বিপক্ষে পরাজয় নিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ কোরিয়ার জন্য আজ লড়াইয়ে টিকে থাকার লড়াই।
বাংলাদেশ সময় রাত ৯টায় রোস্তভ-ন্য-দন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া।
মেক্সিকোর একাদশ
গুইয়েরমো ওচোয়া, হেক্তর মোরেনো, কার্লোস সালসেদো, হেসাস গাইয়ারদো, এদসন আলভারেস, কার্লোস ভেলা, আন্দ্রেস গুয়ারদাদো, হেক্তর হেরেরা, হ্যাভিয়ের হার্নান্দেজ, হারভিং লোসানো, মিগেল লাইউন।
দক্ষিণ কোরিয়ার একাদশ
চো হায়েঅনউ, কিম ইয়াংগুওন, জাং হিউনসু, কিম মিনউ, লি ইয়ং, কি সুংগিয়েউং, জু সেজং, লি জায়েসুং, মুন সানমিন, সন হেউংমিন, হুয়াং হিচান।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০