বিনোদন ডেস্ক: টলিউড থেকে বলিউডে নিজের অভিনয় দক্ষতায় আজ ঋদ্ধি সেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত একজন অভিনেতা৷ ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে বারবারে মুগ্ধ করেছেন দর্শকদের৷ ফের অন্যরকম ছবি অভিনয় করতে চলেছেন ঋদ্ধি৷
কাজলের মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে৷ যার ফার্স্ট লুক মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে বলিউড থেকে টলিউডে৷ ‘হেলিকপ্টার ইলা’ ছবির পোস্টার জুড়ে কেবলমাত্র ঋদ্ধি৷ তার ওপরেই পোস্টারের সবটা ফোকাসড৷ তবে ঋদ্ধির বডি ল্যাঙ্গুয়েজে খানিক আঁচ করা যাচ্ছে ছবির চিত্রনাট্য৷
পালাবার চেষ্টায় ঋদ্ধি৷ অন্যদিকে তাঁকে আটকে রেখেছে একটা হাত৷ পুতুল নাচে সামগ্রী দিয়ে বেঁধে কেউ একজন বেঁধে রেখেছে ঋদ্ধিকে৷ হাতটি একজন মহিলার৷ নেটিজেনের অনুমান সেই হাত আর কারও নয় কাজলের৷ ছবিতে ঋদ্ধির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কাজল৷ ছবির গল্প মা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে৷ সাইবারবাসীরা গল্পের একাংশ অনুমান করে লিখে ফেলেছেন, ফার্স্ট লুকে ঋদ্ধি আর কাজলের সম্পর্ক বেশ জটিল৷ মায়ের শাসনে ছেলের আপত্তি৷ তাই পালিয়ে বেরাবার মতো একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এই পোস্টারে৷
ছবিতে কাজল একজন জনপ্রিয় গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন৷ বহু স্ট্রাগেলের পরও কিছুতেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারছেন না তিনি৷ অন্যদিকে তিনি একজন সিঙ্গেল মাদার৷ ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর নিজের জীবনের জটিলতা৷
সব মিলিয়েই মা-ছেলের সম্পর্ক ছাড়াও ছবিতে বিভিন্ন এলিমেন্টসই রয়েছে৷ এছাড়াও নেহা ধুপিয়াকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে৷ ছবিটির বিষয় ঘোষণা করার সময় জানানো হয়েছিল এটি একটি গুজরাতি নাটক হিন্দি রিমেক৷ নাটকটির নাম ‘বেটা কাগড়ো’৷ প্রদীপ সরকারের পরিচালনায় আসতে চলেছে এই ছবি৷
চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ এবং আনন্দ গান্ধি৷ ‘শিপ অফ থিসিয়স’ ছবির পরিচালক আনন্দ গান্ধি৷ সঙ্গীত পরিচালনায় থাকছেন অমিত ত্রিবেদি৷ গানের লিরিকস লিখেছেন স্বানন্দ কিরকিরে৷ অজয় দেবগণ রয়েছেন ছবির প্রযোজনায়৷ অজয়ের পাশাপাশি ধবল জয়ন্তীলাল গাদা এবং অক্ষয় জয়ন্তীলাল গাদাও ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন৷
এ বছর ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি৷ প্রথম পোস্টারটি অজয় দেবগণ নিজেই ট্যুইটারে আপলোড করেছেন৷ পোস্টারেই বাজিমাত করে দিয়েছেন কাজল এবং ঋদ্ধি৷ ফার্স্ট লুকে দর্শকদের উৎসাহ এক ধাপ বেড়ে গিয়েছে৷
কাজলকে প্রায় তিন বছর পর হিন্দি ছবিতে দেখা যাবে৷ গত বছর তামিল ছবি ‘ভেলাইলা পট্টাধারি টু’তে ধনুশের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে৷
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০