খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ভাইবোনের ভালোবাসায় মুক্তি পেল ‘সুলতান দ্য সেভিয়ার’র নতুন গান ‘মন তোর হয়েছে’৷ এ বছরের সেরা স্যাড সং হিসেবেই এই গানকেই পছন্দ করে নিয়েছে নেটিজেনরা৷ জিৎয়ের ভক্তকূলের মধ্যে গানটি বেশ সারা ফেলে দিয়েছে৷
প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে সুলতান (জিৎ) তাঁর বোন রিয়াকে (প্রিয়াঙ্কা) নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে৷ রিয়ার জামা রক্তে ভিজে যাচ্ছে৷ অন্যদিকে বোনের আশঙ্কাজনক অবস্থায় অসহায়ের মতো কেঁদে চলেছেন সুলতান৷ গানেক মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকও রয়েছে৷ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল৷ গায়ককে নিয়েও ইতিমধ্যে প্রশংসা শুরু হয়েছে গিয়েছে৷ লিরিকস লিখেছেন রাজা চন্দ৷ সঙ্গীত পরিচালক শুদ্ধ রায়৷
টানটান উত্তেজনা, ফাটাফাটি অ্যাকশন, গুন্ডাদের শাস্তি, লক্ষ্যপূরণের জেদ আর ভালবাসার ছোঁয়া। এক কথায় বিনোদনের প্যাকেজ নিয়ে ইদে বড়পর্দা কাঁপিয়ে দিল জিৎ অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’। বছরের শুরুতে ‘ ইন্সপেক্টর নটি’ ছবিতে শেষবার দর্শকদের মন জয় করেছিলেন জিৎ।
এবার জিতের রোম্যান্টিকতাকে ছাপিয়ে যেতে চলেছে গাম্ভীর্য। নিজের চকোলেট বয়ের ইমেজ ছেড়ে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছেন জিৎ। নায়কের বদলে ‘সুলতান: দ্য সেভিয়ার’ এ নেগেটিভ চরিত্রে দেখা গেল টলিউড হার্টথ্রবকে। জিৎ-এর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। বাংলাদেশি এই অভিনেত্রীর সঙ্গে জিৎয়ের রসায়ন বেশ পছন্দ হয়েছে ভক্তদের৷
ছবিতে সুলতান ভাই হিসেবে অভিনয় করেছেন জিৎ। ভাইগিরি করেই সুলতানের দিন চলে। কিন্তু তার ভিতরের মানুষটা সহজ-সরল। রিয়াকে (প্রিয়াঙ্কা সরকার) সে নিজের বোনের মতো ভালবাসে। নারীপাচার চক্রের কবলে পড়ে রিয়া। যার নাম পাণ্ডা সরকার (মুকুল দেব)।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০