খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এবছর ঈদে বড়সড় ধামাকা দিতে চলেছেন দাবাং খান তা সকলেরই জানা৷ তাঁর আপকামিং ছবি ‘রেস থ্রি’ নিয়ে দিনে-দিনে উন্মাদনার পারদ বেড়েই চলেছে তাঁর ভক্তদের মনে৷ এবার সেই ভক্তদের জন্য রইল একটি দুর্দান্ত সুখবর৷
শোনা যাচ্ছে, ‘রেস থ্রি’-এর স্বত কিনতে আগ্রহী বলিপাড়ার বাঘা বাঘা প্রযোজকরা৷ তালিকায় রয়েছে যশরাজ ফিল্মস, ফক্স স্টার স্টুডিও, রিলায়েন্স এন্টারটেনমেন্ট, ইরোস এন্টারটেনমেন্টের মতো প্রযোজনা সংস্থাগুলির নাম৷ এখনও পর্যন্ত দর উঠেছে ১৯০ কোটি টাকা৷ যদিও কার কাছে স্বত বিক্রি করবেন প্রযোজক রমেশ তৌরানি এবং সহ-প্রযোজক সলমন খান তা কিন্তু এখনও চুরান্ত হয়নি৷ তবে ইরোসের পক্ষ থেকে জানা গিয়েছে, ছবিটির জন্য বিদেশের বেশ অনেক জায়গাতেই তাঁরা প্রচার করতে আগ্রহী৷
‘রেস’ ফ্রেঞ্চাইজির এর আগে দুটো সিরিজই বক্স-অফিসে বেশ সফল৷ ফলে থার্ড ইনস্টলমেন্টও যে হিট হবে তা নিয়ে নিশ্চিত ছবির নির্মাতারা৷ তবে এবারে ব্যবসা কয়েকগুন বেশি আশা করছেন তাঁরা, কারণ স্ক্রিনে সলমন ম্যাজিকের ওপর তাঁদের প্রবল আস্থা৷
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০