চলতি বছরের অক্টোবর মাসে ‘রাধে : ইউর মোস্ট ওয়ানটেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের কাজরাটে মাত্র ১৫ দিনের শিডিউল শেষ হয় সিনেমাটির বাকি কাজ। বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করছেন পরিচালক প্রভুদেবা। তবে ২০২১ সালে ঈদকে কেন্দ্র করে এ ছবিটি মুক্তির আগেই একটি চমক দিলেন সালমান।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, এ সিনেমার স্যাটেলাইট এবং মিউজিক কপিরাইট কিনে নিয়েছে জি স্টুডিও। এজন্য ২৩০ কোটি রুপি পেয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। অর্থাৎ ছবি মুক্তি আগেই লাভের মুখ দেখলো ভাইজান অভিনীত ‘রাধে’।
সম্প্রতি জি স্টুডিও’র সঙ্গে যশরাজের চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানেই এই অর্থের বিনিময়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছেন।
করোনা চলাকালীন কোনো সিনেমার স্যাটেলাইট এবং মিউজিক কপিরাইট নিয়ে এটিই সবচেয়ে বড় অংকের চুক্তি।
চলতি বছরের মার্চ থেকেই লকডাউন চলাকালীন এ চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। অবশেষে ডিসেম্বরে এসে এটি বাস্তবে রূপ নিলো।
প্রসঙ্গত, ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। যশরাজ ফিল্মসের ব্যানারে বেশ বড় বাজেটের এই সিনেমাটি সামনের বছরের ঈদে মুক্তি দেওয়া হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০