বিনোদন ডেস্ক: ২৯ জুন মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি অনলাইনে ফাঁস হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ছবিটির ডাউনলোড লিঙ্কের স্ক্রিনশটও শেয়ার করছেন। টুইটারে এক ব্যক্তি টুইট করে বলেছেন, যেমন তেমন প্রিন্ট না, ছবিটির এইচডি প্রিন্টও ইতোমধ্যে পাওয়া যাচ্ছে অনলাইনে।
ছবিটি নিয়ে শুধু ভারতেই নয়, উন্মাদনা দেখা গেছে এর বাইরের দেশগুলোতেও। কিন্তু ছবি মুক্তি পেতে না পেতেই অনলাইনে পাইরেসি হওয়াটা ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ। অনলাইন পাইরেসির খবর চাউর হতেই সিনেমাটি হলে গিয়ে দেখতে অনুরোধ করেছেন অনস্ক্রিন ‘সঞ্জু বাবা’ রণবীর কাপুর।
রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকটি ৫০০০ হলে মুক্তি পেয়েছে। ছবিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০