মুক্তিযোদ্ধা সংসদ অফিস কক্ষের জন্য টিভি উপহার দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-বার। আজ বুধবার বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ অফিস কক্ষের জন্য জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে সৌজন্য উপহার হিসেবে সামস্যাং ব্রান্ডের একটি টিভি তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যার। এ সময় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম সহ রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের অফিসারগন উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০