চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধার সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডও যোগ দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রুহুল আমীন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবদুস সামাদ,আহবায়ক কমিটির সদস্য মোস্তাক হোসেন,আলফাজ উদ্দীনসহ অন্যান্যরা।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা ৬ দফা দাবীতে স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০