বিনোদন,ডেস্ক: ‘মিস ইউনিভার্স’ ও ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপাও উঠেছিল ভারতীয় কন্যার মাথায়। লারা দত্ত ও দিয়া মির্জার পাশাপাশি, তিনি ছিলেন বর্তমানের হলিউড মাতানো প্রিয়ঙ্কা চোপড়া।
বিশ্ব সৌন্দর্যের প্রতিযোগিতায় ২০০০ সাল ছিল ভারতের জন্য সব থেকে উল্লেখযোগ্য। কারণ, আন্তর্জাতিক স্তরের তিনটি খেতাবই এসেছিল ভারতের ঘরে।
‘মিস ইউনিভার্স’ ও ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপাও উঠেছিল ভারতীয় কন্যার মাথায়। লারা দত্ত ও দিয়া মির্জার পাশাপাশি, তিনি ছিলেন বর্তমানের হলিউড মাতানো প্রিয়ঙ্কা চোপড়া।
কিন্তু, প্রিয়ঙ্কা চোপড়ার এই জয়-পরাজয় নিয়ে প্রশ্ন উঠেছিল দেশের মাটিতেই। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুয়ায়ী, ২০০০ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার এক জুরি মেম্বার, প্রিয়ঙ্কা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাঁর গায়ের রং বেশ কালো। এবং এই কথা প্রকাশ করেছেন প্রদীপ গুহ নামে ওই প্রতিযোগিতার এক মেন্টর।
সংবাদ প্রতিবেদনে প্রদীপ গুহ আরও বলেন, প্রতিযোগিতার প্রথম থেকে অনেকেই প্রিয়ঙ্কার বিরুদ্ধে ছিলেন। এবং জনৈক মেন্টর তাঁর গায়ের রং নিয়ে মন্তব্য করায়, প্রতিবাদও করেছিলেন প্রদীপ গুহ।
আগামী আর কয়েক দিনের মধ্যেই অসীম ছাবড়ার লেখা ‘প্রিয়ঙ্কা চোপড়া: দ্য ইনক্রেডিবল স্টোরি অফ আ গ্লোবাল বলিউড স্টার’ নামে প্রিয়ঙ্কার একটি ‘আনঅফিসিয়াল বায়োগ্রাফি’ প্রকাশিত হবে। এই তথ্য সেই বই থেকেই সংগৃহীত।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০