বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসর। এতে মুকুট জিতে ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ইতিহাস গড়লেন হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি।
মুকুট জিতে ভীষণ উচ্ছ্বসিত থান থুই। তিনি বলেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে নিজেকে প্রমাণ করতে পেরেছি আমি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।
শুধু আন্তর্জাতিক মঞ্চই নয়, তার আগে হো চি মিন সিটির ফু থো স্টেডিয়ামে ‘মিস ভিয়েতনাম ২০২২’র মুকুট জয় করেছিলন থান থুই। ‘মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১’ এবং ‘মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১’ প্রথম রানারআপ হয়েছিলেন তিনি।
ছোটবেলা থেকেই মডেলিংয়ে বেশ আগ্রহী ছিলেন থান থুই। নিজের দেশের র্যাম্পে হেঁটেছেন বহুবার। কয়েকটি ব্র্যান্ডের জন্য মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ‘সিউল ফ্যাশন উইক’ মঞ্চেও তার উপস্থিত ছিল। এসবের পাশাপাশি একটি ক্যানসার প্রতিরোধ সামাজিক কর্মকাণ্ডের জন্য বেশ পরিচিতি রয়েছে থান থুইয়ের।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০